• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

২৪ কোটি টাকার মার্কিন শিক্ষাবৃত্তি পেলেন ব্রিটিশ-বাংলাদেশি কিশোর

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র

  ২১ আগস্ট ২০১৯, ১২:৪১
মোহাম্মদ ইউসুফ আহমেদ, এমআইটি, শিক্ষাবৃত্তি, ব্রিটিশ-বাংলাদেশি
মোহাম্মদ ইউসুফ আহমেদ

ক্যামব্রিজ কিংবা ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলো তাকে প্রত্যাখ্যান করেছিল। কিন্তু বিশ্ববিখ্যাত ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি), হার্ভার্ড তাকে লুফে নিয়েছে। এমআইটি-তে দুই লাখ পঞ্চাশ হাজার পাউন্ডের (২৪ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা) শিক্ষাবৃত্তি পেয়েছেন ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ ইউসুফ আহমেদ।

১৮ বছর বয়সী এ শিক্ষার্থী এমআইটি-তে পদার্থবিদ্যা এবং অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করবেন।পূর্ব লন্ডনের নিউহ্যাম কলেজিয়েট সিক্সথ ফর্ম কলেজে পড়শোনা করেছেন ইউসুফ আহমেদ। এই কলেজ থেকে তিনি নির্বাচিত শিক্ষার্থী দলের সঙ্গে গত বছর ইভি লিগ বিশ্ববিদ্যালয় শিক্ষা সফরে যুক্তরাষ্ট্র যান। সেখানে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠদানে অংশগ্রহণ, শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ এবং ভালো কলেজে ভর্তির বিষয়াদি সম্পর্কে অবগত হন।

ওই সফরের আগে কলেজের পক্ষ থেকে শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের স্যাট পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্র থেকে বিষেশায়িত শিক্ষক আনা হয়েছিল। স্যাট পরীক্ষায় ইউসুফ অত্যন্ত কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। এরপর তার কাছে এমআইটির শিক্ষাবৃত্তির চিঠি আসে।যদিও কয়েক সপ্তাহ আগে আরেক বিশ্ববিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কর্পাস ক্রিস্টি কলেজ তার ভর্তির আবেদন প্রত্যাখ্যান করেছিল।

এমআইটি’র পর ইউসুফের কাছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েও ভর্তির অফার আসে। এমআইটি-তে সুযোগ পেয়ে খুশিতে আত্মহারা ইউসুফ। তিনি বলেন, ‌গত জানুয়ারিতে ক্যামব্রিজ থেকে যখন প্রত্যাখ্যাত হই; তখন আমি মানসিকভাবে ভেঙে পড়ি আমার স্বপ্ন ছিল জীবন পরিবর্তন করতে পারে এমন বিশ্ববিদ্যালয়ে পড়ার।

---------------------------------------------------
আরো পড়ুন: শ্যামলীতে গার্মেন্ট শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার
---------------------------------------------------

ব্রিটিশ সংবাদ মাধ্যমকে ইউসুফ জানান, সত্যি বলতে কি আমি ভাবতে পারিনি যেখানে এখানকার বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তির সুযোগ পাইনি; সেখানে কিভাবে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারব।

তিনি আরও বলেন, এরপর এমআইটি থেকে অফার আসে; আসে হার্ভার্ড থেকেও। এটি আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে, আমি এখনও বিশ্বাস করতে পারছি না। ইউসুফ বলেন, বিষয়টি আমার এবং আমাদের পরিবারের জন্য লটারি জেতার মতো একটা ব্যাপার হয়ে গেছে।

উল্লেখ্য, ২০১৭ সালে একই কলেজ থেকে আরেক ব্রিটিশ-বাংলাদেশি তাফসিয়া সিকদার ভর্তি হয়েছিলেন এমআইটি’তে। তাকে দেখেই অনুপ্রাণিত হয়েছেন ইউসুফ। তিনি বলেন, যখন আমি জানলাম এই কলেজ থেকেই তাফসিয়া এমআইটি’তে ভর্তির সুযোগ পেয়েছে আমি ভাবলাম আমি কেন নয়? তারা দুজনই বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়ায় পিছিয়ে থাকা পূর্ব লন্ডনের অন্যান্য শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হবে বলে মনে করেন ইউসুফ।

নিউহ্যাম কলেজিয়েট সিক্সথ ফর্ম কলেজের অধ্যক্ষ মোহসিন ইসমাইল বলেন, এটা আমাদের নতুন যুগের সূচনা। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা অনেক বড় স্বপ্ন দেখুক। এমআইটি থেকে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও অভিনেতা জেমস উড ডিগ্রি নিয়েছেন।

পূর্ব লন্ডনের অলগেইট ইস্টে মা সাফিয়া বেগম, ছোট বোন সাইফ তারিক ও ভাই মাহির আহামেদের সঙ্গে বসবাস করেন ইউসুফ। ১৯৭৩ সালে ইউসুফের বাবা ব্রিটেন আসেন। তবে ইউসুফের মা ব্রিটেনে আসেন ১৯৯৮ সালে। তিনি অপটিশিয়ান রিসিপশনিস্ট হিসেবে কাজ করেন। বাবা-মার ছাড়াছাড়ি হওয়ায় মা ও ভাই-বোনের সঙ্গেই বসবাস করছেন ইউসুফ।

এ/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজয় দিবস উপলক্ষে শিক্ষাবৃত্তি প্রদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প 
এসএসসি উত্তীর্ণরা পাবেন ৬০ হাজার টাকা, আবেদন যেভাবে
বাংলাদেশি তরুণদের সহযোগিতা বাড়াতে চায় রাশিয়া