• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ আগস্ট ২০১৯, ০৮:৫১
সড়ক দুর্ঘটনা

রাজধানীর ওয়ারী এলাকায় সড়ক দুর্ঘটনায় তাতালু (২৩) নামে এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় তিনি বাইসাইকেলে ছিলেন। যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় তিনি সপরিবারে থাকতেন বলে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, টিকাটুলির সালাহউদ্দিন হাসপাতালের সামনে বাইসাইকেলে করে যাওয়ার সময় একটি যানবাহন তাকে ধাক্কা দেয়। এতে তিনি আহত হন। পরে তাকে ওয়ারী থানা পুলিশ মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত দেড়টার দিকে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, কোন গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চালক-পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
মোটরসাইকেল-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২  
বিমানে বিস্ফোরকের মিথ্যা তথ্যদাতা শনাক্ত হলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৯৭৩ মামলা