সৌদি থেকে দেশে ফিরেছে নির্যাতিত ৬৪ নারী
সৌদি আরবে বিভিন্ন সময় শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার হওয়া ৬৪জন নারী শ্রমিক দেশে ফিরেছেন।
গেল সোমবার (২৬ আগস্ট) রিয়াদের বাংলাদেশ দূতাবাসের ‘সেফ হোমে’ আশ্রয় নেওয়া এসব নারীকে দেশে পাঠানো হয়।
বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, স্বেচ্ছায় তারা দেশে ফিরে যেতে চেয়েছিলেন। এজন্য দেশে ফেরত পাঠানো হয়েছে।
সোমবার রাতে স্বেচ্ছায় দেশে ফেরেন নারী শ্রমিকরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের গ্রহণ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
---------------------------------------------------------------
আরো পড়ুন: জাপানে বিনা খরচে কর্মী পাঠানোর সুযোগ পেল বাংলাদেশ
---------------------------------------------------------------
বাংলাদেশ- সৌদি আরবের চুক্তি অনুযায়ী ২০১৫ সালে সৌদিতে নারী গৃহকর্মী পাঠানো শুরু হয়। পাঁচ বছরে প্রায় দুই লাখ নারী গৃহকর্মী পাঠানো হয়।
২০১১ সালে বাংলাদেশ থেকে সৌদি আরবে গৃহকর্মী নিয়োগের কথা থাকলেও ২০১০ সালে হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে জানা যায়, সৌদিতে কর্মরত ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও শ্রীলঙ্কার নারীদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। ১৫০ জন গৃহকর্মীর সাক্ষাৎকার অনুযায়ী এই প্রতিবেদন প্রস্তুত করা হয়।
আর বাংলাদেশে ফেরত আসা নারী শ্রমিকদের সবারই নিজেদের নিয়োগকর্তাদের বিরুদ্ধে কোনো না কোনো নির্যাতনের অভিযোগ আছে। শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে জানা যায়।
যদিও বাংলাদেশের সরকারি কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেন। সৌদি আরব ঘুরে এসে সংসদীয় একটি কমিটির সদস্যরা বলেন, ভাষা না জানা, খাবার ভালো না লাগা ও ঘরের প্রতি অধিক টানের ফলে দেশে ফিরতে চান তারা।
জিএ/ এমকে
মন্তব্য করুন