সৌদি আরব থেকে ফিরলেন নির্যাতিত ১৮ নারী
সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে ১৮ নারী দেশে ফিরেছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে আমিরাত এয়ারওয়েজ ই কে- ৫৮২ ফ্লাইটে তারা দেশে ফেরেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম হেড শরীফুল হাসান। তিনি জানান, গত নয় মাসে ৮৫০ জন নারী দেশে ফিরে এসেছেন।
ফিরে আসা নারীদের মধ্যে আটজনের নাম জানা গেছে, তারা হলেন- ঢাকার সেতু বেগম, ব্রাহ্মণবাড়িয়ার রজিনা, লালমনিরহাটের শিরিনা বেগম, নাটোরের রেবেকা খাতুন, বরিশালের কুলসুম, সিলেটের জোসনা, মৌলভীবাজারের কাবিরুন নাহার ও গাজীপুরের নাসিমা আক্তার।
---------------------------------------------------------------
আরো পড়ুন: জিডিপি’র আকারে সিঙ্গাপুর হংকংকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ
---------------------------------------------------------------
এর মধ্যে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কাবিরুন নাহার জানান, ছয় মাস আগে তিনি গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন।
কিন্তু নির্যাতনের শিকার হয়ে তাকে পঙ্গু অবস্থায় দেশে ফিরতে হয়েছে।
জানা গেছে, কাবিরুনের মতো ভাগ্য নিয়ে ১৮ নারী দেশে ফিরেছেন। এসব নারী কর্মীরা নিয়োগকর্তা কর্তৃক নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে আশ্রয় নিয়েছিলেন।
এমকে
মন্তব্য করুন