• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

ফওজিয়া রেজওয়ানের নিয়োগ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৬
ফওজিয়া রেজওয়ানের নিয়োগ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন
ফাইল ছবি

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ পদে ফওজিয়া রেজওয়ানের নিয়োগ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছে।

আজ বুধবার অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ আপিল বিভাগে এ আবেদন করেন। আগামীকাল বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে ফওজিয়া রেজওয়ানের নিয়োগ কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। তবে তার নিয়োগ স্থগিত করেনি আদালত।

হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

এবিষয়ে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ সাংবাদিকদের বলেন, আইন অনুযায়ী প্রতিষ্ঠানের গভর্নিং বডি অধ্যক্ষ নিয়োগ দিয়ে থাকে। কিন্তু আইন লঙ্ঘন করে সরকার নিজেই অধ্যক্ষ নিয়োগ দিয়েছে। এ কারণে রিট করেছি।

এমকে

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোনারগাঁয়ে ক‍্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজে গুণীজন সংবর্ধনা
মৌচাক আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকরি, লাগবে না অভিজ্ঞতা
৭২ জনকে নিয়োগ, ভিকারুননিসার সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে মামলা
আদালতে হেরে গেলেন ব্যারিস্টার সুমন