নির্বাচন কমিশন গঠনে আইন করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বুধবার সকালে আদালতের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
আসছে সপ্তাহে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চে রিট শুনানির কথা রয়েছে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও সিইসিকে বিবাদী করা হয়েছে।
ইউনুছ আলী বলেন, সংবিধানের ১১৮ অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠন ও দায়িত্ব পালনে আইনের কথা বলা হয়েছে। কিন্তু এখনও কেউ আইন প্রণয়ন করেনি। সাংবিধানিক প্রতিষ্ঠান সংবিধানের বিধানের বাইরে চলতে পারে না।
সংবিধানের ১১৮ (৪) অনুচ্ছেদে বলা আছে, নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন এবং সংবিধান ও আইনের অধীন চলবেন। ১১৮এর ৫ অনুচ্ছেদে বলা আছে সংসদ কর্তৃক প্রণীত আইনের বিধানে নির্বাচন কমিশনারদের কাজ রাষ্ট্রপতি যেভাবে আদেশ দেবেন সেভাবে চলবে।
এইচটি/জেএইচ