• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

গুলশানের স্পা থেকে আটক : ২ পুরুষ রিমান্ডে, কারাগারে ১৬ নারী (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২১

গুলশানের স্পা থেকে আটককৃতদের ১৮ জন কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুজনের বিরুদ্ধে রিমান্ডও মঞ্জুর করেছেন। ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম জামিন আবেদন না-মঞ্জুর করে এ আদেশ দেন।

রোববার (২৩ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে ১৬ জন নারী এবং স্পা সেবা নিতে আসা তিনজন পুরুষকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মানব পাচার এবং স্পা‘র আড়ালে অনৈতিক কাজে যুক্ত থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়।

মামলায় আদলতে হাজির করে গুলশানের ম্যাংগো স্পা থেকে আটক আসাদুজ্জামানের সাতদিন ও লাইফ স্টাইল স্পা থেকে আটক রুহে আলমের পাঁচদিন রিমাণ্ড চায় পুলিশ। আদালত আসাদুজ্জামানের দুইদিন ও রুহে আলমের তিনদিনের রিমাণ্ড মঞ্জুর করেন। বাতিল করে দেন তাদের জামিন আবেদন।

তিনটি স্পা থেকে আটক ১৬ জন নারীকেও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

পুলিশ জানায়, আটকদের মধ্যে একজনের কোনও সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেনা অভিযানে হত্যা মামলার আসামিসহ মাদক ও চাঁদাবাজ চক্রের ২৬ জন আটক
ভারতে ৮ বাংলাদেশি আটক
পাথরঘাটায় মাদকসহ কারবারি আটক
বিমানবন্দরে আটক অবসরে যাওয়া সচিব ইসমাইল