• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

২৫০০ সিসি বা তার বেশি গাড়ির তালিকা চেয়েছে দুদক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫০
২৫০০ সিসি’র বেশি গাড়ির তালিকা চেয়েছে দুদক
ফাইল ছবি

দেশে গত পাঁচ বছরে ২৫০০ সিসি বা তার বেশি ক্ষমতা সম্পন্ন যেসব প্রাইভেট কারের নিবন্ধন দিয়েছে বিআরটিএ তার একটি তালিকা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার বিআরটিএ চেয়ারম্যানের কাছে পাঠানো দুদক মহাপরিচালক আ ন ম ফিরোজের এক চিঠিতে অবিলম্বে এসব তথ্য দিতে বলা হয়েছে।

চিঠিতে গাড়ির বিবরণ অর্থাৎ ইঞ্জিন নম্বর/চেসিস নম্বর/মডেল, আমদানির সাল, গাড়ির প্রকৃতি, রেজিস্ট্রেশন নম্বর ও তারিখ, গাড়ির মূল্য, ভ্যাটসহ অন্যান্য ট্যাক্স এবং গাড়ির মালিকের নাম ও ঠিকানা চেয়েছে দুদক। চিঠির সাথে একটি ফরমও দেওয়া হয়েছে।

এর আগে গত বছর ২৮ জুন একই বিষয়ে অনুরোধ করে বিআরটিএর চেয়ারম্যানকে দুদকের তৎকালীন মহাপরিচালক (বিশেষ তদন্ত) মোহাম্মদ জয়নুল বারী চিঠি দিয়েছিলেন বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

তিনি বলেন, ওইসব তথ্য চেয়ে দ্বিতীয়বারের মত এবার চিঠি দেওয়া হয়েছে।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনআইবির মহাপরিচালক নিয়োগে সুপারিশ নিয়ে যা বললেন নাহিদ
সাংবাদিকতার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: পিআইবি মহাপরিচালক
ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক রেজানুর রহমান
ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখরের জামিন মঞ্জুর