• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

দিল্লিতে বিভিন্ন দেশের কূটনীতিকের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ অক্টোবর ২০১৯, ০৮:৫০
দিল্লিতে বিভিন্ন দেশের কূটনীতিকের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়

ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সে দেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকেরা।

বৃহস্পতিবার নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা জানাতে আয়োজিত অনুষ্ঠানে এ শুভেচ্ছা বিনিময় করেন তারা।

শুভেচ্ছা বিনিময়ের পর প্রধানমন্ত্রী নয়াদিল্লির বাংলাদেশ ভবনে কূটনীতিকদের সঙ্গে নৈশভোজে অংশ নেন।

এর আগে বাংলাদেশ হাইকমিশনের মৈত্রী হলে শেখ হাসিনা এসে পৌঁছালে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক এবং ভারতীয় ও বিদেশি সাংবাদিকদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন।

সৈয়দ মোয়াজ্জেম আলী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম মঞ্চে উপস্থিত ছিলেন।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা কামালসহ গ্রেপ্তার ৪
তিন বাহিনীর প্রধানসহ নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক আজ
শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অকুণ্ঠ সমর্থন জানালেন আইসিসি প্রসিকিউটর