• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

ষষ্ঠ দিনেও উত্তাল বুয়েট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ অক্টোবর ২০১৯, ১৩:১০
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়,

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের খুনিদের ফাঁসিসহ বেশকিছু দাবিতে ষষ্ঠ দিনের মতো চলছে শিক্ষার্থীদের আন্দোলন।

শনিবার (১২ অক্টোবর) বেলা পৌনে ১২টায় বুয়েট শিক্ষার্থীরা শহীদ মিনার চত্বরে উপস্থিত হয়ে তাদের দাবি-দাওয়ার বিষয়ে আন্দোলন শুরু করেন।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলন করে আজকের আন্দোলন এবং কর্মসূচির ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরবেন তারা।

শিক্ষার্থীরা বলেন, শুক্রবার (১১ অক্টোবর) বুয়েটের উপাচার্যের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তিনি আমাদের কিছু দাবি-দাওয়া মেনে নিয়েছেন। অন্যান্য দাবির বিষয়ে আমাদেরকে সঠিকভাবে কোনোকিছু বলা হচ্ছে না। তাই আমরা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের নেতা-কর্মীদের নির্যাতনের শিকার হয়ে নিহত হন তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭ ব্যাচ) ছাত্র আবরার ফাহাদ। এ ঘটনায় জড়িতদের বেশ কজনকে গ্রেফতার করা হয়েছে। আন্দোলনের মুখে ছাত্র রাজনীতিও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বুয়েটে ছাত্র রাজনীতি করার অনুমতি চেয়ে হাইকোর্টে রিট
বুয়েট ইস্যুতে দেশব্যাপী মানববন্ধনের ঘোষণা ছাত্রলীগের
বুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ