• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

পরীবাগের মার্কেট থেকে চিতাবাঘের চামড়া জব্দ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ অক্টোবর ২০১৯, ২১:২২
পরীবাগের মার্কেট থেকে চিতাবাঘের চামড়া জব্দ
পরীবাগের মার্কেট থেকে চিতাবাঘের চামড়া জব্দ ।। ছবি: সংগৃহীত

রাজধানীর পরীবাগের ডিআইটি সুপার মার্কেটে একটি দোকান থেকে চিতাবাঘসহ বিভিন্ন বন্য প্রাণীর চামড়া ও চামড়াজাত দ্রব্য জব্দ করা হয়েছে।

আজ সোমবার (২১ অক্টোবর) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জব্দ করা দ্রব্যের মধ্যে রয়েছে চিতাবাঘের চামড়া একটি, লজ্জাবতী বানরের চামড়া দুটি, গুইসাপের চামড়া ২২৭টি, হরিণের শিং একটি, সাপের চামড়ার মানিব্যাগ দুটি, সাপের চামড়ার হ্যান্ডব্যাগ ২১টি, হরিণের চামড়ার ব্যাগ ৩২টি, মেছোবাঘের চামড়া একটি, বনবিড়ালের চামড়া একটি, প্রবাল তিনটিসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর মোট ২৮৮টি ট্রফি ও চামড়া উদ্ধার করা হয়।

মার্কেটের ক্রাফটস কর্নার নামের দোকান থেকে এসব দ্রব্য জব্দ করার সময় দুই ভাইকে আটক করা হয়। বন্য প্রাণী সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সারোয়ার আলম বলেন, ওই দুই ভাই দাবি করেছে যে এটা তাদের পৈত্রিক ব্যবসা। নির্দিষ্ট কিছু ক্রেতার কাছেই এসব বিক্রি করা হতো। শুধুমাত্র চিতা বাঘের চামড়াটিরই দাম ৩০ লাখ টাকা।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কসবায় রাতের আঁধারে চলছিল পাহাড় কাটা, এরপর যা ঘটল
ফেনীতে ৪ মণ পলিথিন জব্দ, কারখানা মালিককে জরিমানা
চাঁদপুরে ২২ দিনে টাস্কফোর্সের অভিযানে ২১৪ জেলে আটক
মেঘনা থেকে ১৫ লাখ টাকার বালু লুট হচ্ছে প্রতিদিন, নীরব প্রশাসন