• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

পৃথিবী বাঁচাতে সব কয়লা প্রকল্প বাতিলের দাবি পরিবেশবাদীদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ নভেম্বর ২০১৯, ১১:৪৮
সৌরশক্তি
কয়লা প্রকল্প বাতিল করে সৌরশক্তি স্থাপনের দাবিতে গণসমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

দেশের সমস্ত কয়লা প্রকল্প বাতিল করে সৌরশক্তি স্থাপনের দাবিতে গণসমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ‘দক্ষিণ এশীয় জলবায়ু সংকট নিরসনে গণকর্মসূচি (সাপাক)’ এর উদ্যোগে শুক্রবার সকালে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালিত হয়।

গণসমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের উপদেষ্টা অধ্যাপক ড. গোলাম রহমান, ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্টের অধ্যাপক ডা. এম আবু সাঈদ, বাপার সাবেক সাবেক সাধারণ সম্পাদক মহিদুল হক খান, তেল-গ্যাস খনিজ সম্পরদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতা রুহিন হোসেন প্রিন্স, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের মিহির বিশ্বাস, গ্রীন ভয়েসের হুমায়ন কবির সুমন, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ইবনুল সাঈদ রানাসহ আরও অনেকে।

গণসমাবেশে লিখিত বক্তব্য পাঠ করবেন বাপা’র সাধারণ সম্পাদক ও সাপাক-এর আঞ্চলিক সমন্বয় কমিটির সদস্য ডা. মো. আব্দুল মতিন।

বক্তারা অবিলম্বে দেশের সমস্ত কয়লা প্রকল্প বাতিলের দাবি জানান।

আরো পড়ুন

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়