• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

বালিশ কাণ্ড, ৩৩ প্রকৌশলীকে দুদকে তলব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ নভেম্বর ২০১৯, ১৮:৪৭
বালিশ কাণ্ড, প্রকৌশলী, দুদক, তলব

রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের বহুল আলোচিত বালিশ কাণ্ডসহ নানা দুর্নীতির ঘটনায় ৩৩ প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৩ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক নোটিশে তাদেরকে কমিশনের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন আগামী ৬, ৭, ১১, ১২ ও ১৩ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলেছেন।

জানা গেছে, মূলত প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান ও অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

তলব করা প্রকৌশলীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- মোহাম্মদ মাসুদুল আলম (নির্বাহী প্রকৌশলী, পাবনা গণপূর্ত বিভাগ), তাহাজ্জুদ হোসেন (উপ-বিভাগীয় প্রকৌশলী, পাবনা গণপূর্ত উপ-বিভাগ-১), মোস্তফা কামাল (উপ-বিভাগীয় প্রকৌশলী, পাবনা গণপূর্ত উপ-বিভাগ-২), আহম্মেদ সাজ্জাদ খান (উপ-বিভাগীয় প্রকৌশলী, পাবনা গণপূর্ত ই/এম উপ-বিভাগ), মোহাম্মদ তারেক (উপ-বিভাগীয় প্রকৌশলী, পাবনা গণপূর্ত উপ-বিভাগ), রুবেল হোসাইন, (সহকারী প্রকৌশলী, পাবনা গণপূর্ত বিভাগ), আমিনুল ইসলাম (সহকারী প্রকৌশলী, পাবনা গণপূর্ত বিভাগ), ফজলে হক (উপ-সহকারী প্রকৌশলী, পাবনা গণপূর্ত বিভাগ), সুমন কুমার নন্দী (উপ-সহকারী প্রকৌশলী, পাবনা গণপূর্ত বিভাগ), রফিকুজ্জামান (উপ-সহকারী প্রকৌশলী, পাবনা গণপূর্ত উপ বিভাগ-১), জাহিদুল কবীর (উপ-সহকারী প্রকৌশলী, পাবনা গণপূর্ত উপ-বিভাগ-২), শাহীন উদ্দিন (উপ-সহকারী প্রকৌশলী, পাবনা গণপূর্ত উপ-বিভাগ-২), আবু সাঈদ (উপ-সহকারী প্রকৌশলী (ই/এম), গণপূর্ত (ই/এম) উপ-বিভাগ, পাবনা), শফিকুল ইসলাম (উপ-সহকারী প্রকৌশলী (ই/এম), গণপূর্ত (ই/এম) উপ-বিভাগ, পাবনা), রওশন আলী (উপ-সহকারী প্রকৌশলী, পাবনা গণপূর্ত উপ-বিভাগ-১) ও এ কে এম জিল্লুর রহমান (তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সিভিল), দেবাশীষ চন্দ্র সাহা (তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পাবনা গণপূর্ত সার্কেল), খন্দকার মোহাম্মদ আহসানুল হক (উপ-সহকারী প্রকৌশলী (ই/এম), রাজশাহী গণপূর্ত সার্কেল), মোসাম্মৎ খোরশেদা ইয়াছরিবা (উপ-সহকারী প্রকৌশলী (সিভিল), রাজশাহী গণপূর্ত সার্কেল), সুমন কুমার নন্দী (উপ-সহকারী প্রকৌশলী -সিভিল-অতিরিক্ত দায়িত্ব, পাবনা গণপূর্ত সার্কেল), নজিবর রহমান (অতিরিক্ত প্রধান প্রকৌশলী, রাজশাহী গণপূর্ত জোন), আলমগীর হোসেন (উপ-সহকারী প্রকৌশলী, রাজশাহী গণপূর্ত জোন), শাহনাজ আখতার (উপ-সহকারী প্রকৌশলী, ই/এম পিএঅ্যান্ডডি বিভাগ, রাজশাহী গণপূর্ত জোন), তানজিলা শারমিন (নির্বাহী প্রকৌশলী, রাজশাহী গণপূর্ত জোন), আশরাফুল ইসলাম (নির্বাহী প্রকৌশলী, রাজশাহী গণপূর্ত জোন) ও শফিউজ্জামান (উপ-সহকারী প্রকৌশলী, গণপূর্ত, পাবনা)।

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৬ সাংবাদিকসহ ২৯ জনের ব্যাংক হিসাব তলব
দুদকের মামলায় বিমানের ৫ কর্মকর্তা কারাগারে
বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তাকে দুদকে তলব
এস আলমের ঋণ জালিয়াতি : বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে দুদকে তলব