• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

সুপার মার্কেট এলাকায় যান চলাচল বন্ধ, লোকজনদের নিরাপদে সরানো হয়েছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ নভেম্বর ২০১৯, ১৯:০৩
সুপার মার্কেট এলাকায় যান চলাচল বন্ধ
সুপার মার্কেট এলাকায় যান চলাচল বন্ধ

টিকাটুলির রাজধানী সুপার মার্কেটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। অগ্নিকাণ্ডের কারণে অভিসার সিনেমা হল সংলগ্ন রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। কোনও যানবাহন ওই সড়কে প্রবেশ করতে দিচ্ছেন না তারা।

এছাড়া মার্কেটের আশপাশে ধোয়ায় আছন্ন রয়েছে। আশপাশ থেকে লোকজনদের নিরাপদে সরানো হয়েছে।

জানা গেছে, মার্কেটের ভেতরে কাপড়সহ কসমেটিকসের বিভিন্ন দোকান আছে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির সম্পর্কে এখনো জানা যায়নি। এছাড়াও কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে ৫টা ১৪ মিনিটে আগুনের খবর শুনে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে আগুনে নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আরও গাড়ি যোগ দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের দোতলায় আগুন লাগার পর তা অল্প সময়ের মধ্যে মার্কেটের অন্য ইউনিটগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বইমেলায় ফরিদুল ইসলাম নির্জনের উপন্যাস ‘আগুনজনম’ 
তুরস্কে হোটেলে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৭৬
গাজীপুরে ঝুট গুদামের আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই