• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

এজলাসে আইএসের টুপি দিয়ে আসার ঘটনা তদন্ত হবে: আইনমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ নভেম্বর ২০১৯, ১৫:০১

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলায় এক আসামির মাথায় জঙ্গিগোষ্ঠী আইএসের টুপি দিয়ে এজলাসে আসার বিষয়টি তদন্ত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামি মাথায় আইএসের টুপির খবর প্রকাশ হওয়ার পর বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এর আগে, বুধবার বেলা সোয়া ১২টার দিকে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে আট আসামির মধ্যে সাতজনের মৃত্যদণ্ড ও একজনের খালাস দিয়েছেন আদালত।
তবে, রায় ঘোষণা সময় এবং আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭ আসামির একজন রাকিবুল হাসান রিগ্যানের মাথায় জঙ্গি সংগঠন আইএস'র টুপি দেখা গেছে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। যেখানে প্রশ্ন তোলা হচ্ছে, কিভাবে কারাবেষ্টনীর মধ্যে তার মাথায় এই টুপিটা এলো?

এদিকে, রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে রায় নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় সাংবাদিকরা তার কাছে আসামি রিগ্যানের মাথায় টুপির প্রসঙ্গটিও তোলেন। তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, রিগ্যানের মাথা আইএসের টুপি কীভাবে এলো সেটা আমি বলতে পারবো না। তবে এ বিষয়ে তদন্ত করা দরকার।

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আয়কর নথি জব্দের আদেশ 
নতুন আরেক মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১৪৬ কোটির অবৈধ সম্পদ
ফের ৫ দিনের রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক