মুক্তমনা লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় দ্রুত অভিযোগপত্র দেয়া হবে। বললেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
মঙ্গলবার অমর একুশে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা দেখতে এসে তিনি এ কথা বলেন।
ডিএমপির কমিশনার বলেন, অভিজিৎ হত্যায় জড়িত সব আসামি চিহ্নিত হয়েছে। এ ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দ্রুত তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়ে আইনের আওতায় আনা হবে।
আছাদুজ্জামান বলেন, অভিজিৎ হত্যার মূল আসামি মুকুল রানা রাজধানীর খিলগাঁওয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মারা গেছে। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে টিএসসিতে কুপিয়ে হত্যা করা হয় মুক্তমনা লেখক অভিজিৎ রায়কে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অজয় রায়ের ছেলে। বইমেলা থেকে বের হবার কিছুক্ষণ পরই হামলার শিকার হন অভিজিৎ-বন্যা দম্পতি। এতে হাতের আঙুল হারান বন্যা।
এইচটি/ডিএইচ