ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

একাধিক ভাষায় ২১শে ফেব্রুয়ারির গান গাইলেন ১৭ দেশের শিক্ষার্থী (ভিডিও)

আরটিভি অনলাইন ডেস্ক

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০ , ০৫:০৮ পিএম


loading/img
আনন্দবাজার থেকে নেয়া

বিশ্বজুড়ে শুক্রবার পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা দিবসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ভাষা আন্দোলন। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কী ভুলিতে পারি’— গানটি এখনও প্রত্যেক বাঙালির মুখে মুখে ফেরে। এ বছর ভাষাদিবস উপলক্ষে সেই গান গাওয়া হলো বাংলা ছাড়াও বেশ কয়েকটি ভাষায়। ১৭টি দেশের শিক্ষার্থীরা এক সঙ্গে গেয়েছেন সেই গান। খবর আনন্দবাজারের।

বিজ্ঞাপন

বাংলাদেশের চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ছাত্রীরা গানটিতে কণ্ঠ দিয়েছেন। ১৭টি ভিন্ন দেশের শিক্ষার্থীরা গেয়েছেন এই গান। এছাড়াও বাংলাদেশের প্রথম সারির কিছু শিল্পীও গলা মিলিয়েছেন সেখানে।

গানটির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তার পরই ভাইরাল হয়েছে সেই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, বাংলা ছাড়াও ইংরেজি, তামিল, নেপালি, বার্মিজ, মান্দরিনসহ কয়েকটি ভাষায় গাওয়া হয়েছে ভাষার গান।

বিজ্ঞাপন

এ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |