দুই সিটি করপোরেশনে মশা মারতে এক বছরের ওষুধ মজুদ আছে : মন্ত্রী
স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশনে এখন মশা মারার জন্য এক বছরের ওষুধ মজুদ রয়েছে। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সচিবালয়ে নিজের কার্যালয়ে এ কথা বলেন মন্ত্রী।
মো. তাজুল ইসলাম বলেছেন, গত বছরের অভিজ্ঞতার আলোকে এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। ইতোমধ্যে দুই সিটি করপোরেশনের কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি পর্যালোচনা করে দেখার চেষ্টা করেছি।
মন্ত্রী বলেন, আগামী ছয় মাস থেকে এক বছরের ওষুধ উভয় সিটি করপোরেশনের কাছে মজুদ আছে। তাছাড়া ওইসব ওষুধ স্প্রে করার জন্য যা যন্ত্রপাতি দরকার, সেগুলোও আছে বলে আমাকে জানিয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে ওষুধ আনা হয়েছে এবং মজুদ রয়েছে, সেসব ওষুধের কার্যকারিতা নিয়ে সিটি করপোরেশনের কর্মকর্তারা নিশ্চয়তা দিয়েছেন।
বর্ষা মৌসুমে রাস্তায় জলাবদ্ধতা বিষয়ে তিনি বলেন, বনশ্রীর খাল সংস্কার করা হচ্ছে, রূপনগর খালে অনেক ময়লা আবর্জনা পড়ে রয়েছে। আমি নির্দেশনা দিয়েছি ত্রিশ ফুট হলে ত্রিশ ফুটই খনন করা হোক।
এসএস
মন্তব্য করুন