• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

পানি সংকটে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে : ফায়ার সার্ভিস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ মার্চ ২০২০, ১৫:২১
পানি সংকটে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে : ফায়ার সার্ভিস
রূপনগর বস্তিতে লাগা আগুন

পানি সংকটের কারণে রূপনগর বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন ও মেইনটেনেন্স লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান। তিনি বলেন, এর ফলে দ্রুতই পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। আজ বুধবার (১১ মার্চ) দুপুরে তিনি এ কথা বলেন।

জিল্লুর রহমান বলেন, প্রচুর পানি সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। আশপাশের বিভিন্ন ভবনের রিজার্ভ থেকে পানি নিয়ে আমরা কাজ করেছি। এখন ডাম্পিং চলছে।

তিনি বলেন, এছাড়া আগুনের খবর পাওয়ার পর পর্যায়ক্রমে আমাদের ২৫টি ইউনিট আসে। আগুন লাগার পর বস্তিবাসীদের বিভিন্ন আসবাব রাস্তায় থাকায় আমাদের গাড়ি ঢুকতে একটু সমস্যা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা হতাহতদের সংবাদ পাইনি। পুরোপুরি নির্বাপণের পর আমরা এলাকা সার্চ করে দেখব। এখনো কেউ আমাদের কাছে নিখোঁজের কোনও অভিযোগ করেনি।

এছাড়া আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বুধবার (১১ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। এরপর প্রায় পৌনে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফার্মগেটের মানসী প্লাজার আগুন নিয়ন্ত্রণে
মরার আগেই আগুন-ধোঁয়ার মিশ্রণে জীবন্ত মমি! 
ফার্মগেটের মানসী প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
গাজীপুরে প্যাকেজিং কারখানায় আগুন, ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে