৪০৯ হজযাত্রী নিয়ে জেদ্দা থেকে ঢাকা আসছে বিমানের একটি ফ্লাইট
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গেল রোববার থেকে সৌদি সরকার সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে। এর মধ্যে সৌদিতে আটকে পড়েছে বাংলাদেশি ওমরাহ হজযাত্রীরা।
সৌদিতে আটকে পড়া হজযাত্রীদের নিজ দেশে ফেরত নিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফেরি ফ্লাইট বিজি-২৩৬ ৪০৯ জন যাত্রী নিয়ে জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। আজ স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায় ওই বিমানটি।
এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে সৌদিতে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার পর্যন্ত দেশটিতে একজন বাংলাদেশিসহ ১৩৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। তবে তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন।
এ/পি
মন্তব্য করুন