• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

বিনা সুদে সর্বোচ্চ ৩০ হাজার টাকা ঋণ পাচ্ছেন ঢাকা বারের সদস্যরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ এপ্রিল ২০২০, ১৯:১৪
ঢাকা আইনজীবী সমিতি
ঢাকা আইনজীবী সমিতি

করোনাভাইরাসের কারণে ঘোষিত সাধারণ ছুটিতে বিপাকে পড়া আইনজীবীদের এক বছরের জন্য বিনা সুদে সর্বোচ্চ ৩০ হাজার টাকা ঋণ দেবে ঢাকা আইনজীবী সমিতি (বার)। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা আইনজীবী সমিতির সভায় এ সিদ্ধান্ত হয়। আগামী সপ্তাহের সোম বা মঙ্গলবারের মধ্যে অঙ্গীকারনামা দিয়ে এক বছরের জন্য এই ঋণের টাকা নেয়া যাবে।

চার ক্যাটাগরিতে পাঁচ হাজার ৪৮৫ জন আইনজীবী এ ঋণ পাবেন। যাদের সদস্য হওয়ার বয়স ১ থেকে ৫ বছর, তারা পাবেন ২০ হাজার টাকা করে। এমন আবেদনকারী এক হাজার ৮০০ জন। যাদের সদস্য হওয়ার বয়স ৫ থেকে ২৫ বছর, তারা পাবেন ২৫ হাজার টাকা। এমন আবেদনকারী দুই হাজার ৮৯০ জন। আর যাদের সদস্য হওয়ার বয়স ২৫ বছরের বেশি তারা পাবেন ৩০ হাজার টাকা। এমন আইনজীবী ৩৩৫ জন। আর যাদের বেনেভোলেন্ট ফান্ডে টাকা নেই, তারা পাবেন দশ হাজার টাকা। এমন আইনজীবী ৪৬০ জন।


এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাঙ্কিপক্স নিয়ে নতুন যে তথ্য দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৩
করোনায় প্রাণ গেল আরও একজনের
অর্থমন্ত্রী করোনায় আক্রান্ত