• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

করোনায় আরো এক কাস্টমস কর্মকর্তার মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ জুন ২০২০, ১৬:৪১
Another customs officer died in Corona
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তা খোরশেদ আলম

ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তা খোরশেদ আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (১৩ জুন) ভোরে ঢাকার উত্তরায় ইস্ট ওয়েস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মুমেন আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সৈয়দ এ মুমেন আরো জানান, ঢাকা কাস্টমস হাউসের রপ্তানি পরীক্ষা ইউনিটে কর্মরত ছিলেন রাজস্ব কর্মকর্তা (সুপারিনটেনডেন্ট) খোরশেদ আলম।
রাজস্ব কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি খোরশেদ আলমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অপরদিকে বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন (বাকাএভ) তার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এনিয়ে করোনায় আক্রান্ত হয়ে এনবিআরের তিন কর্মকর্তার মৃত্যু হলো। গত ৩ জুন চট্টগ্রাম কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা (সুপারিন্টেনডেন্ট) জসীম উদ্দিন মজুমদার ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে এবং আর ৮ জুন এনবিআর’র উপ-কর কমিশনার সুধাংশু কুমার সাহা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০০ বছর আগেও আক্রমণ চালিয়েছিল এইচএমপিভি
করোনার মতো আরেকটি মহামারির আতঙ্ক ছড়াচ্ছে এইচএমপিভি
হাসপাতালে ভর্তি বিল ক্লিনটন 
পুরনো সব স্থাপত্যের আদলে নান্দনিক সব কেক