সাহাবউদ্দিন মেডিকেলের এমডিকে থানায় হস্তান্তর
সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়সাল আল ইসলামকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব। অনুমোদন ছাড়া করোনা পরীক্ষা ও ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি।
আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুর একটার দিকে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।
এর আগে একই মামলায় অন্য দুই আসামি সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আবুল হাসনাত এবং ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির সাদিকে (৩৩) থানায় হস্তান্তর করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এ খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণা ও জালিয়াতির মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গুলশান থানায় হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এসজে
মন্তব্য করুন