নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী একটি বাসের চাকা ফেটে খালে পড়ে হেলপার ও বাসের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
বুধবার রাত ১০টার দিকে চৌমুহনী-ফেনী সড়কের জমিদারহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ১৫ জন যাত্রী আহত হয়েছেন। হতাহতদের পরিচয় জানা যায়নি।
বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ আলম মোল্লা জানান, রাতে নোয়াখালীর সোনাপুর থেকে সুগন্ধা সার্ভিসের বাসটি ফেনীর উদ্দেশে যাচ্ছিল। জমিদারহাট নামক স্থানে পৌঁছালে বাসটির সামনের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে গিয়ে পড়লে বাসের হেলপার ও অজ্ঞাত আরও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ, চৌমুহনী হাইওয়ে পুলিশ ও চৌমুহনী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
জেএইচ