ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধান শাকিল গ্রেপ্তার

আরটিভি নিউজ

শনিবার, ২৫ জুলাই ২০২০ , ১১:২৭ পিএম


loading/img
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধান শাকিল ওরফে সাইফুল ইসলাম, ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধান শাকিল ওরফে সাইফুল ইসলামকে (৩১) গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। রাজধানীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করার পর চকবাজার মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৫ জুলাই) র‌্যাব-১০ এর মেজর আনিছুর রহমান (সিপিসি-৩) এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় ১২২ পাতা লিফলেট, দুটি জিহাদি বই, তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মেজর আনিছুর রহমান বলেন, ‘গত বুধবার (২২ জুলাই) মধ্যরাতে ঢাকার চকবাজার এলাকায় লিফলেট বিতরণের সময় তাকে গ্রেপ্তার করা হয়। অনুসন্ধানের স্বার্থে বিষয়টি প্রকাশে দেরি হয়েছে।’

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মেজর আনিছ বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মিডিয়া সেলের লিফলেট তৈরি ও প্রচার কাজে সক্রিয়ভাবে জড়িত। সে দেশের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পরিপন্থী উগ্র ইসলামী শাসন ব্যবস্থা বাস্তবায়নের জন্য জিহাদী প্রচারপত্র বিলি করে সংগঠনের সদস্য সংগ্রহ করে।
পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |