• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

রামপুরায় আবাসিক হোটেলে আদম ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

  ০৫ এপ্রিল ২০২২, ২২:০৬
The body of Adam trader was recovered from a residential hotel in Rampura
ফাইল ছবি

রাজধানীর রামপুরায় একটি আবাসিক হোটেল থেকে ইকবাল হোসেন (৫০) নামে এক আদম ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে ‘হোটেল আর ইসলাম’ এর ৫ম তলার ৪১০ নম্বর কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, সংবাদ পেয়ে বিকেলে হোটেলটির ৪১০ নম্বর রুমের দরজা ভেঙে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।মরদেহেরে পাশ থেকে একটি বিষের বোতল পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে এসআই তাজুল বলেন, গতকাল সোমবার সন্ধ্যায় হোটেলের রুমটিতে ওঠেন ইকবাল হোসেন নামের ওই ব্যক্তি। আজ বিকেলে তার কোনো সাড়া না পেয়ে থানায় খবর দেই।

হোটেল কর্তৃপক্ষ মোবাইল ফোনের সূত্র ধরে জানতে পেরেছে, মৃত ব্যক্তির নাম ইকবাল হোসেন, বাবার নাম মোশারফ হোসেন খান। তার গ্রামের বাড়ি পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার চরকখালি গ্রামে। রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে থাকতেন তিনি।

মৃত ইকবাল হোসেন পেশায় আদম ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ইডেন কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
মসজিদের বাথরুম থেকে মুসল্লির মরদেহ উদ্ধার