ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

সাবেক এমপি সুবিদ আলী ও স্ত্রী-সন্তানের নামে দুর্নীতির ৩ মামলা

আরটিভি নিউজ

রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ , ০৭:৫৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

‘অবৈধভাবে’ ৮ কোটি ৮৪ লাখ টাকার সম্পদ অর্জন ও ৩০০ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া, তার স্ত্রী মাহমুদা আখতার ও ছেলে মোহাম্মদ আলীর বিরুদ্ধে তিন মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুদক ও মানিলন্ডারিং আইনসহ সংশ্লিষ্ট আইনের ধারায় তাদের প্রত্যেকের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে তিনি জানান, গত বছরের ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর কুমিল্লা-১ আসনের সাবেক এই এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। সুবিদ আলী ভূঁইয়া ক্ষমতার অপব্যবহার করে আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৫৮ লাখ ৯৭ হাজার ৮৫৫ টাকার অবৈধ সম্পদ নিজের দখলে রেখেছেন।

বিজ্ঞাপন

এছাড়া, ২২টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৮১ কোটি ৪২ লাখ ২২ হাজার ২৫৫ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

অন্যদিকে, সুবিদ আলী ভূঁইয়ার স্ত্রী মাহমুদা আখতার স্বামীর সহায়তায় ১ কোটি ৮৩ লাখ ১৮ হাজার ১০৪ টাকার অবৈধ সম্পদ অর্জন করেন। এছাড়া নিজের নামের ও স্বার্থ সংশ্লিষ্ট ১২টি ব্যাংক হিসাবে ৩৬ কোটি ৩১ লাখ ৯১ হাজার ১৪ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

অপরদিকে, সুবিদ আলী ভূঁইয়ার ছেলে মোহাম্মদ আলী ভূঁইয়া দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে ৪২ কোটি ৫২ লাখ ৮২০ টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন।

বিজ্ঞাপন

এছাড়াও মোহাম্মদ আলী ভূঁইয়া নিজ নামের এবং স্বার্থ সংশ্লিষ্ট ২৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১০৩ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার ৪৫৭ টাকা এবং ১০ হাজার ৩২৮ মার্কিন ডলারের অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |