• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

ম্যাজিস্ট্রেটের উপর বিএনপি কর্মীদের হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার, সিলেট

  ২৫ ডিসেম্বর ২০১৮, ২৩:১৫

সিলেটের গোলাপগঞ্জে নির্বাচনী সহিংসতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ চারজন আহত হয়েছেন।

আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

বিএনপি নেতাকর্মীদের হামলায় তারা আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে বিএনপি নেতারা বলছেন, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দিলে নেতাকর্মীরা ধাওয়া দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারে মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির প্রার্থী ফয়ছল আহমদ চৌধুরীর সভা চলছিল। ওই এলাকায় পুলিশ নিয়ে টহলে ছিলেন গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন্ত ব্যানার্জী। সভার কারণে বাজারের সড়ক বন্ধ হওয়ার উপক্রম দেখে ম্যাজিস্ট্রেট সুমন্ত সড়ক থেকে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিতে পুলিশকে নির্দেশ দেন। তখন পুলিশ নেতাকর্মীদের সরিয়ে দিতে গেলে, তারা ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এ সময় একটি ইটের আঘাতে সুমন্ত ব্যানার্জীর মাথা ফেটে যায়, তিন পুলিশ সদস্যও সামান্য আহত হন।

এসময় সুমন্ত ব্যানার্জী পার্শ্ববর্তী একটি দোকানে এবং সাথে থাকা তিন পুলিশ সদস্য আরেকটি দোকানে অবস্থান নেন। ওই দোকান দুটিতেও বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়েন বলে জানা গেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান বলেন, এসিল্যান্ড সুমন্ত ব্যানার্জী বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন।

পৌর বিএনপির সাবেক সভাপতি ছালিক আহমদ চৌধুরী বলেন, ‘পুলিশ বিনা উসকানিতে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে বাধা দিলে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ধাওয়া করেন।’

এদিকে ‘দোকানপাটে ভাংচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টিকারীদের’ অনতিবিলম্বে গ্রেপ্তার ও সরকারি কাজে থাকা কর্মকর্তাদের উপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক এক প্রতিবাদ সভার আয়োজন করে স্থানীয় যুবলীগ-ছাত্রলীগ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়
নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস কারাগারে
চাকরি দেবে পূবালী ব্যাংক, ৬০ বছরেও আবেদন
ঘনকুয়াশায় ঢাকার ফ্লাইট নামবে চট্টগ্রাম-সিলেটে