• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

সৌদি এয়ারলাইনসের দুই নারী ক্রু থেকে সোনা উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ মার্চ ২০১৯, ১৩:৪৯

এবার সৌদি এয়ারলাইনসের দুই নারীর কাছ থেকে ৩৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে। সোনার বারগুলো তাদের অন্তর্বাসে লুকানো ছিল।

রোববার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের কাছ থেকে সোনা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- সায়মা আক্তার ও ফারজানা আফরোজ।

জানা গেছে, রাত দুটার দিকে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০২ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজের দুই নারী ক্রুকে সন্দেহ হলে কাস্টমস হাউজ বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহায়তায় তাদের আটক করে।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল জানান, সায়মার কাছ থেকে ২৬ স্বর্ণের বার আর ফারজানার কাছ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তারা অন্তর্বাসে লুকিয়ে সোনার বারগুলো বহন করছিলেন।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অপরাধ এর পাঠক প্রিয়