• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

হিলিতে অনুমোদনহীন তিন সেমাই কারখানা বন্ধ, জরিমানা

হিলি প্রতিনিধি

  ১৫ মে ২০১৯, ১০:৩১
হিলিতে বিএসটিআইয়ের অনুমোদনহীন কারখানায় তৈরি সেমাই, ছবি: আরটিভি অনলাইন

দিনাজপুরের হিলিতে বিএসটিআই এর অনুমোদনহীন কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে তিন মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তিনটি সেমাই কারখানার মালিককে অনুমোদন না পাওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম।

এসময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম আরটিভি অনলাইনকে জানান, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই সেমাই কারখানা তৈরি এবং সেখানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন করায় আব্দুর রাজ্জাক নামের সেমাই কারখানা মালিককে ৪০ হাজার টাকা, তারিকুল ইসলামকে ৩০ হাজার টাকা, আরেক সেমাই কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, তিনটি সেমাই কারখানার মালিককে অনুমোদন না পাওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও রমজান মাসে নিয়মিত বাজার মনিটরিংসহ এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অপরাধ এর পাঠক প্রিয়