• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

বাহারি নামে নান্দনিক মোড়কে রাসায়নিকে ভরা টিউব মেহেদী

জাহিদ রহমান, আরটিভি অনলাইন

  ০৩ জুন ২০১৯, ১২:৪৪

ঈদ যত ঘনিয়ে আসছে, তত বাড়ছে টিউব মেহেদীর চাহিদা। নামে থাকলেও আদতে মেহেদীর ছিঁটেফোঁটাও নেই এতে। বাহারি নামে নান্দনিক মোড়কের এসব পণ্য তৈরি হচ্ছে পুরোটা রাসায়নিক পদার্থ দিয়ে। ফলে নিয়মিত ব্যবহারে চামড়া পুড়ে যাওয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন ব্যবহারকারীরা।

তবে প্রকাশ্যে এসব বিক্রি হলেও বন্ধে নেই তেমন তৎপরতা। তাই এসব ব্যবহার না করে প্রাকৃতিক মেহেদী ব্যবহারের পরামর্শ দিলেন চিকিৎসকরা।

রাজধানীর চকবাজারের অলিতে-গলিতে এখন টিউব মেহেদীর জমজমাট ব্যবসা।

ভারতীয় নানা সিরিয়ালের নামে চলে এসবের নামকরণ। রানু পেলো লটারি, দেবী চৌধুরাণী, দিদি নাম্বার ওয়ান, পটল কুমার গানওয়ালা, ভানুমতির খেল, জয়া, কৃষ্ণকলি, আমি সিরাজের বেগম, গৌরী, টেক্কা রাজা বাদশা, ময়ূরপঙ্খী, শাহজাদী, খোকাবাবুসহ অদ্ভুত সব নাম।

মেহেদীর নামে প্রকাশ্যে এসব ক্ষতিকারক টিউব বিক্রি হলেও দেখার কেউ নেই। নেই বিএসটিআইয়ের অনুমোদনও। তারপরও চলছে টিউব মেহেদী কেনাবেচা ও এর ব্যবহার।

স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় এসব পণ্য ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এসব পণ্য বাজারজাত বন্ধে র‌্যাব তৎপর রয়েছে বলে জানান সংস্থাটির পরিচালক।

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অপরাধ এর পাঠক প্রিয়