• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

৯ হাজার কোটি টাকার কোকেন মাটিচাপা দিয়ে ধ্বংস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৬
৯ হাজার কোটি টাকার কোকেন মাটিচাপা দিয়ে ধ্বংস
ফাইল ছবি

প্রায় নয় হাজার কোটি টাকা মূল্যের ৩৭০ লিটার কোকেন মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়েছে। পাঁচ বছর আগে সূর্যমুখী তেল ঘোষণা দিয়ে বলিভিয়া থেকে আনা হয় এসব কোকেন।

আজ বুধবার পতেঙ্গায় র‌্যাব-৭ এর সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের উপস্থিতিতে এই কোকেন মাটিচাপা দেয়া হয়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পরিবশে অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০১৫ সালের ৭ জুন চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনার আটক করে সিলগালা করে দেয় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

বলিভিয়া থেকে মেসার্স খান জাহান আলী লিমিটেডের নামে আমদানি করা সূর্যমুখী তেলবাহী কনটেইনারটি জাহাজে তোলা হয় উরুগুয়ের মন্টেভিডিও বন্দর থেকে। পরে সেখান থেকে সিঙ্গাপুর হয়ে ২০১৫ সালের ১২ মে পৌঁছায় চট্টগ্রাম বন্দরে।

আদালতের নির্দেশে প্রথমে কন্টেইনারের ১০৭টি ড্রাম থেকে নমুনা সংগ্রহ করা হয়। প্রথমে বন্দরের পরীক্ষায় কোকেনের উপস্থিতি না পাওয়ায় ঢাকার বিসিএসআইআর এবং বাংলাদেশ ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে তরলের নমুনা পুনরায় পরীক্ষা করা হয়। সেখানে দুই পরীক্ষাগারেই নমুনায় তরল কোকেনের অস্তিত্ব ধরা পড়ে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, কোকেনের এত বড় চালান এর আগে দেশে কখনও আসেনি। আমরা ভাবতেও পারিনি এত বড় কোকেনের চালান দেশে আসবে। নানা জটিলতা কাটিয়ে আমাদের নিরাপত্তা বাহিনী এবং কাস্টম সবাই মিলে চালানটি জব্দ করে।

তিনি বলেন, কোকেন চেরাচালানের ঘটনায় জড়িত বেশিরভাগকেই শনাক্ত করে বিচারের আওতায় আনা হয়েছে। তারা উপযুক্ত শাস্তি পাবেন।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অপরাধ এর পাঠক প্রিয়