• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

খালেদা জিয়াকে সরকারের কাছে আবেদন করতে হবে: অ্যাটর্নি জেনারেল (ভিডিও)

আরটিভি নিউজ

  ১৭ আগস্ট ২০২০, ১৯:৪৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে হলে সরকারের কাছে আবেদন করতে হবে। বললেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।

আজ সোমবার (১৭ আগস্ট) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পরিবারের আবেদনে গত ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ছয় মাসের জন্য মুক্তি পান বেগম খালেদা জিয়া। দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের সাজায় তিনি কারাবন্দী ছিলেন।

তার মুক্তির মেয়া ফুরিয়ে আসছে, এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, সরকারের নির্বাহী আদেশে তাকে আপাতত মুক্তি দেয়া হয়। এটাকে মুক্তি বলবো না বাইরে থাকার অনুমতি দেয়া হয়। এই সময়টা পার হলে সরকারের কাছে আবেদন করতে হবে। এখানে আদালতের কোনও বিষয় না।

দণ্ডিত হওয়ার পর ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ওই ভবন থেকেই পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় খালেদা জিয়াকে। এরপর সেখান থেকে গত বছরের ১ এপ্রিল তাকে নিয়ে আসা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। এতদিন তিনি কারাবন্দি অবস্থায় সেখানে চিকিৎসাধীন ছিলেন।

পরে তার পরিবার উন্নত চিকিৎসার জন্য মুক্তি চেয়ে সরকারের কাছে আবেদন করে। ২৪ মার্চ বিকেলে আইনমন্ত্রী আনিসুল হক এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমার কাছে একটা দরখাস্ত করেছিলেন খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেয়ার জন্য।

এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে আইনি প্রক্রিয়ায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় খালেদা জিয়ার সাজা ছয় মাসের জন্য স্থগিত রেখে তাকে ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা নেয়ার শর্তে এবং ওই সময়ে তিনি দেশের বাইরের যেতে পারবেন না, এমন শর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন দিলেই তিনি মুক্তি পাবেন বলে জানান আইনমন্ত্রী।

পরদিন দীর্ঘ দু’বছর এক মাস ১৬ দিন পর মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পান।

আরও পড়ুন: রিমান্ডে রিজেন্ট হাসপাতালের আট কর্মকর্তা

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আইন-বিচার এর পাঠক প্রিয়