আবরার হত্যায় ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
রাজধানী ঢাকার রেসিডেন্সিয়াল স্কুলছাত্র নাঈমুল আবরার রাহাত হত্যা মামলায় কিশোর আলো সম্পাদক আনিসুল হক ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ।
মহানগর দায়রা জজ আদালত কে এম ইমরুল কায়েশের আদালতে ১০ আসামির উপসিস্থিতিতে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য হয়েছে।
আদালত ১ অক্টোবর আবরারের মৃত্যুর ঘটনায় তার বাবার করা মামলায় ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় আদালত।
আবরারের পরিবার বারবারেই অভিযোগ করেছেন আসামিদের অবহেলার কারণেই তাদের ছেলের মৃত্যু হয়েছে।
২০১৯ সালের পহেলা নভেম্বর কিশোর আলোর বর্ষপূর্তির অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় আবরার।
অনুষ্ঠানস্থলে বিদ্যুতের ত্রুটিপূর্ণ তার রেখে দেয়া, বিদ্যুৎস্পৃষ্ট হবার পরও আবরারকে কাছের হাসপাতালে না নিয়ে গিয়ে দূরের হাসপাতালে নেয়া, এমনকি তার মৃত্যুর পরও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার অভিযোগে ছয় নভেম্বর আবরারের বাবা মজিবুর রহমান আদালতে কিশোর আলো সম্পাদক আনিসুল হক, প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন।
জেবি
মন্তব্য করুন