ঢাকারোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

অবৈধ সম্পদের মামলায় পাপিয়া দম্পতির চার্জ গঠনের শুনানি পেছাল 

আরটিভি নিউজ

সোমবার, ০৮ নভেম্বর ২০২১ , ০৮:৩৩ পিএম


loading/img
ফাইল ছবি

অবৈধ সম্পদের মামলায় যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে চার্জ গঠনের বিষয়ে শুনানি পিছিয়ে আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (৮ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইন নতুন এ তারিখ নির্ধারণ করেন।

এদিন দুই আসামিকে আদালতে হাজির করা হয়। পরে আসামিদের পক্ষে সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন। 

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আল-আমিন তালুকদার।

গত বছর ৪ আগস্ট ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থার উপ-পরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে মামলা করেন। চলতি বছরের মার্চে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। 

এনএইচ/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |