• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

বিএনপি নেতা এ্যানি ৭ দিনের রিমান্ডে

আরটিভি নিউজ

  ২৭ জুলাই ২০২৪, ১৮:৩০
বিএনপি নেতা এ্যানি ৭ দিনের রিমান্ডে
ফাইল ছবি

বিটিভি ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ তিনজনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২৭ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার এ আদেশ দেন।

এদিন, আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন শিকদার। অন্যদিকে, আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের সাত দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে, কোটা আন্দোলন ঘিরে গত ১৮ জুলাই বিটিভির রামপুরা অফিসে হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন রামপুরা থানায় বাদী হয়ে মামলা করেন বিটিভির ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার।

এ ঘটনায় ২৫ জুলাই সন্ধ্যায় রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকা থেকে এ্যানিকে আটক করা হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথমবার সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস
অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিলের রায় আজ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠে গেছে: ড. মাহাদী আমিন