• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

শিবিরের সাবেক সভাপতিসহ তিনজনের ৭ দিনের রিমান্ড

আরটিভি নিউজ

  ২৮ জুলাই ২০২৪, ১৭:৩৩
শিবিরের সাবেক সভাপতিসহ তিনজনের ৭ দিনের রিমান্ড
ফাইল ছবি

শিবিরের সাবেক সভাপতিসহ তিনজনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ধানমন্ডির একটি ভবনের অফিসকক্ষ থেকে দেশীয় অস্ত্র উদ্ধারের মামলায় রোববার (২৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি-আল ফারাবীর আদালত এ আদেশ দেন।

এদিন, আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আবুল বাশার। আসামিদের পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের সাত দিনের রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্তারা হলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ, জামায়াত নেতা খন্দকার মিজানুর রহমান এবং মোহাম্মদ আব্দুর রশিদ।

এর আগে, ২৭ জুলাই (শনিবার) রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডসংলগ্ন ৫/এ অবসর ভবনের একটি অফিস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ককটেল-গোলাবারুদও উদ্ধার করা হয়।

এ ঘটনায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) পরিদর্শক এস এম গফফারুল আলম ১০৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৪০০/৫০০ জনকে আসামি করে মামলা করেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সালমান-পলক ফের রিমান্ডে
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
এস আলমের ২০০ কোটি টাকার সম্পদ ক্রোক, ৮৭ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর