• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

বিএনপি নেতা শিমুল বিশ্বাসসহ ৭ জন রিমান্ডে

আরটিভি নিউজ

  ২৯ জুলাই ২০২৪, ১৮:২৬
বিএনপি নেতা শিমুল বিশ্বাসসহ ৭ জন রিমান্ডে
ফাইল ছবি

বিটিভি ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাসসহ সাতজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৯ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্তরা অন্যরা হলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব, বিএনপি নেতা রফিকুল ইসলাম মজনু, রশীদুজ্জামান মিল্লাত, সৈয়দ এহসানুল হুদা, মহিউদ্দিন হৃদয় ও তরিকুল ইসলাম।

এদিন আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ইয়াসিন শিকদার। অন্যদিকে আসামিদের পক্ষে তাদের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে, কোটা আন্দোলন ঘিরে গত ১৮ জুলাই বিটিভির রামপুরা অফিসে হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন রামপুরা থানায় বাদী হয়ে মামলা করেন বিটিভির ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার বিদেশযাত্রা ঘিরে যানজট, দুঃখ প্রকাশ বিএনপির
দলে যোগদান নিয়ে বিএনপির নতুন নির্দেশনা
জনগণকে করের ওপর কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজভী
সাবেক এমপি শফিউল ৩ দিনের রিমান্ডে