• ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
logo

৫ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

আরটিভি নিউজ

  ১০ আগস্ট ২০২৪, ২৩:০২
৫ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
ফাইল ছবি

আপিল বিভাগের ৫ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার (১০ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ারের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক এম. ইনায়েতুর রহিম, মো. আবু জাফর সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন সেলিম, মো. শাহিনুর ইসলাম এবং কাশেফা হোসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর ৯৬(৪) অনুচ্ছেদমতে, মহামান্য রাষ্ট্রপতিকে উদ্দেশ করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

এর আগে, এদিন বিকেলে দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন। এর কিছুক্ষণ পরেই আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগ করেন।

এদিকে, দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দিয়েছে রাষ্ট্রপতি। সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাকে নিয়োগ দিয়েছেন।

বঙ্গভবনের দরবার হলে রোববার (১১ আগস্ট) দুপুর ১২টায় রাষ্ট্রপতি তাকে শপথ পড়াবেন।

মন্তব্য করুন

Radhuni
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিচার প্রার্থীর সময় ও খরচ কমাতে চান প্রধান বিচারপতি
ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত করতে প্রধান বিচারপতির আহ্বান
সুশাসন প্রতিষ্ঠায় জনগণের তথ্যের অধিকার নিশ্চিতকরণের বিকল্প নেই : রাষ্ট্রপতি 
এখনও বিচারবিভাগের গুরুত্বপূর্ণ জায়গায় ফ্যাসিবাদের দোসররা রয়েছেন: অ্যাটর্নি জেনারেল