১৫ আগস্ট সুপ্রিম কোর্ট খোলা নিয়ে বিজ্ঞপ্তি
শোক দিবসের ছুটি বাতিল হওয়ায় ১৫ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ খোলা থাকবে।
বুধবার (১৪ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।
এর আগে, ১৩ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বৈঠকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এদিকে, ১৫ আগস্ট ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এক নির্দেশনায় বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ১৩ আগস্ট এক আদেশের মাধ্যমে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ছুটি বাতিল করেছে। এ কারণে এদিন সব তফসিলি ব্যাংক স্বাভাবিক নিয়মে খোলা থাকবে।
এ ছাড়া ফাইন্যান্স কোম্পানিগুলো ১৫ আগস্ট স্বাভাবিক নিয়মে অফিস খোলা ও কার্যক্রম পরিচালনা করবে বলেও নির্দেশনায় বলা হয়।
মন্তব্য করুন