• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

ছাত্র হত্যা

শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ

আরটিভি নিউজ

  ১৬ আগস্ট ২০২৪, ১৯:০৫
শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ
ফাইল ছবি।

রাজধানীর মিরপুরে ছাত্র হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেছেন আদালত।

শুক্রবার (১৬ আগস্ট) মামলার এজাহার গ্রহণ করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল ফারাবী প্রতিবেদন দাখিল করতে আগামী ২২ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

মামলার আসামিরা হলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য মইনুল হোসেন খান নিখিল, ঢাকা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান কচি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজি মেজবাউল হক সাচ্ছু, সাবেক সংসদ সদস্য কামাল আহম্মেদ মজুমদার, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মানুন, অতিরিক্ত আইজিপি ও র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিবির সাবেক প্রধান হারুন আর রশীদ, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মোফাজ্জল হোসেন, উত্তর সিটি করপোরেশনে কাউন্সিলর জামাল মোস্তফা, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদ ওয়ালী আসিফ ইনান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ নেতা সালামত উল্লাহ সাগর, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সদস্য দীপংকর বাছার দিপ্ত।

এর আগে, গত ১৯ জুলাই রাজধানীর মিরপুরে কোটা আন্দোলনে ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজন (১৮) গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার ভাই রাজিব (৩২) গত ১৪ আগস্ট আদালতে মামলা করেন। পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে কাফরুল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এরপর ১৫ আগস্ট কাফরুল থানা মামলা এজাহার হিসেবে গ্রহণ করে নথি আদালতে পাঠায়। তবে ঘটনাস্থল মিরপুর থানা এলাকায় হওয়ায় মাললাটি মিরপুর থানায় পাঠানো হয়। মিরপুর থানা এজাহার হিসেবে গ্রহণ করে আজ (শুক্রবার) আদালতে পাঠায়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফায়ার ফাইটারের মৃত্যু: ট্রাকচালক-হেলপার কারাগারে
রিমান্ড শেষে কারাগারে কামরুল ও সোলাইমান
ভারতে অনুপ্রবেশের চেস্টাকালে দুই যুবক আটক
শেখ হাসিনাকে ভারত কি ফেরত পাঠাবে, আলজাজিরার প্রতিবেদন