ঢাকা

জ্বালানি সচিব ও তিতাসের এমডিকে আদালত অবমাননার নোটিশ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ , ১২:৩৯ পিএম


loading/img
প্রতীকী ছবি

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালককে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ মার্চ) ক্যাপিটাল বোর্ড মিলসের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক এ নোটিশ পাঠান।

এতে বলা হয়, হাইকোর্ট এর আগে নির্দেশ দেন যে, ক্যাপিটাল বোর্ড মিলস লিমিটেডের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না। তবে তিতাস গ্যাস গত ৫ মার্চ কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে, যা আদালতের আদেশের লঙ্ঘন। এতে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায় এবং ৭০০ কর্মচারী কর্মহীন হয়ে পড়ে। 

বিজ্ঞাপন

এর ফলে জাতীয় পাঠ্য ও পাঠ্যক্রম বোর্ডের জন্য কাগজ সরবরাহে সমস্যা হয়। একপর্যায়ে গত ১৩ মার্চ ক্যাপিটাল বোর্ড মিলস কর্তৃপক্ষ তিতাস গ্যাসকে লিখিতভাবে গ্যাস সংযোগ পুনরায় চালুর অনুরোধ করে। কিন্তু সে অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

নোটিশে আরও বলা হয়, এ অবস্থায় ২৪ ঘণ্টার মধ্যে গ্যাস সংযোগ পুনঃস্থাপন করতে হবে। অন্যথায়, হাইকোর্টে আদালত অবমাননার মামলা দাখিল করা হবে।

আরটিভি/আইএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |