• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

এটিএম আজহারুলের আপিলের রায় বৃহস্পতিবার ‍

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ অক্টোবর ২০১৯, ১৭:৩২
high court, jamat, tribunal,;
ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের (আজহার) আপিলের রায় দেয়া হবে আগামীকাল বৃহস্পতিবার।

আজ বুধবার (৩০ অক্টোবর) প্রকাশিত আপিল বিভাগের কার্যতালিকায় রায় ঘোষণার জন্য মামলাটি এক নম্বর তালিকায় রয়েছে।

গত ১০ জুলাই রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ মামলা রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রেখেছিল।

আন্তর্জাতিক অপরধ ট্রাইব্যুনালে এটিএম আজহারের মৃত্যুদণ্ডের রায় দেয়া হয় ২০১৪ সালে। আইন অনুযায়ী ট্রাইব্যুনালের রায়ের এক মাসের মধ্যে খালাস চেয়ে আপিল করেন আজহার।

---------------------------------------------------------------
আরো পড়ুন: টাকা লেনদেনের সময় ভূমি কর্মকর্তা হাতেনাতে আটক
---------------------------------------------------------------

এরপর ২০১৭ সালের ১৩ অগাস্ট এক আদেশে আপিল বিভাগ আসামিপক্ষকে আপিলের সার সংক্ষেপ দাখিলের নির্দেশ দেয়।

পরে ওই বছর ১০ অক্টেবর আপিলের ওপর শুনানি শুরুর কথা থাকলেও আসামিপক্ষের সময়ের আবেদনে তা পিছিয়ে যায়। এরপর গত ১৮ জুন সর্বোচ্চ আদালতে এ মামলার শুনানি শুরু হয়। যুক্তি উপস্থাপন শেষে ১০ জুলাই আপিল মামলাটি রায়ের পর্যায়ে আসে।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ নিয়ে নিশ্চিত নয় ট্রাইব্যুনাল: তাজুল ইসলাম
ট্রাইব্যুনালে হাসিনাসহ অর্ধশত ব্যক্তির নামে অভিযোগ
জুলাই গণহত্যা: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুই মাসে তদন্ত শেষ করতে নির্দেশ
জুলাই গণহত্যা: আবদুল্লাহ আল-মামুন ও জিয়াউল আহসান ট্রাইব্যুনালে