সাগর-রুনি হত্যা মামলার ধীর গতিতে আদালতের ক্ষোভ
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত ধীর গতিতে অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। হাইকোর্ট বলেছেন, ৮ বছরেও তদন্তের কোনো অগ্রগতি নেই। ফলে মামলা বাতিল চেয়ে আসামি তানভীরের মামলা কবে শেষ হবে, তার কোনো নিশ্চয়তা নেই।
উভয় পক্ষের শুনানি শেষে আগামী বৃহস্পতিবার আসামি তানভীরের মামলা বাতিল চেয়ে করা আবেদনের আদেশ দেবেন হাইকোর্ট।
তবে তদন্ত কর্মকর্তা হাইকোর্টকে জানিয়েছেন, আমেরিকায় পাঠানো ডিএনএ টেস্ট পাওয়ার পর সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তের বিষয়ে অগ্রগতি হবে।
হাইকোর্টের নির্দেশে সোমবার সকালে তদন্ত কর্মকর্তা খন্দকার শফিকুল আলম হাজির হয়ে এ কথা জানান।
গ্রেপ্তার হওয়া আসামির সাথে ডিএনএ টেস্টের মিল নেই বলেও আদালতকে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।
বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চে ওই ব্যাখ্যা দেন তদন্ত কর্মকর্তা।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের একটি বাসায় সাগর সরওয়ার ও মেহেরুন রুনির মরদেহ পাওয়া যায়।
এসজে/সি
মন্তব্য করুন