• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সব হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাইকোর্টে রিট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ মে ২০২০, ১৬:১১
Writ in the High Court to ensure medical services in all hospitals
ফাইল ছবি

দেশের প্রতিটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ মে) হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি করেন অ্যাডভোকেট মনজিল মোরসদ।

এবিষয়ে আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, রিটে সব বেসরকারি হাসপাতালের সামনে ‘ইউরো জোন’ স্থাপনের নির্দেশনা চাওয়া হয়েছে। যদি কোনও রোগী করোনা আক্রান্ত হন তাহলে ইউরো জোনে রোগীর করোনা উপসর্গ প্রকাশ পাবে। আর তখনই তাকে নির্ধারিত হাসপাতালে পাঠাতে হবে। এছাড়া অন্য রোগের চিকিৎসা সংশ্লিষ্ট হাসপাতালকে দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে বলে মনজিল মোরসেদ জানান।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
X
Fresh