ঢাকাবুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

দ্রব্যমূল্য স্বাভাবিক রয়েছে বলে দাবি বাণিজ্যমন্ত্রীর

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১ , ০৪:৪৬ পিএম


loading/img
দ্রব্যমূল্য স্বাভাবিক রয়েছে বলে দাবি বাণিজ্যমন্ত্রীর

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সম্প্রতি দেশে হঠাৎ করে চাল, ভোজ্যতেল, আটা, শুকনো মরিচের দাম বেড়েছিল। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের সময়যোপযোগী পদক্ষেপের জন্য এসব নিত্যপণ্যের মূল্য আবার আগের মতো স্বাভাবিক হয়েছে। ভবিষ্যতে নিত্যপণের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য সময়োপযোগী কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনার বিষয়ও জানান বাণিজ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ এপ্রিল) জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেনের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন মন্ত্রী। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে টেবিলে প্রশ্নোত্তর উত্থাপিত হয়।

বিজ্ঞাপন

বাণিজ্যমন্ত্রী সংরক্ষিত আসনের আদিবা আনুম মিতার প্রশ্নের উত্তরে আরও বলেন, প্রতিবছর কিছু অসাধু ব্যবসায়ীর রমজানকে কেন্দ্র করে নিত্যপণ্যের মূল্য হঠাৎ বৃদ্ধি করার প্রবণতা দেখা যায়। প্রতিবছরের মতো এবারও নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাণিজ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

এসআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |