• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

বাস-ট্রেন ও লঞ্চ চলাচলে নতুন নির্দেশনা

আরটিভি নিউজ

  ০৮ আগস্ট ২০২১, ১৭:০৪
বাস-ট্রেন ও লঞ্চ চলাচল নিয়ে সরকারের নতুন নির্দেশনা

করোনা সংক্রমণ কমাতে সরকারের ঘোষিত কঠোর বিধিনিষেধ শিথিল শেষে আগামী বুধবার (১১ আগস্ট) থেকে সড়ক, রেল ও নৌ-পথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন/যানবাহন চলাচল করতে পারবে।

রোববার (০৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক, রেল ও নৌ-পথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন/যানবাহন চলাচল করতে পারবে। সড়ক পথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন (সিটি করপোরেশন এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে জেলা প্রশাসক) নিজ নিজ অধিক্ষেত্রের আইনশৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দপ্তর/সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে।

আরো পড়ুন...বিধি-নিষেধ উঠলেও মানতে হবে যেসব শর্ত

এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে বাস, ট্রেন ও লঞ্চে সব আসনে যাত্রী নিয়ে চলতে পারবে। তবে সড়ক পথে স্বাভাবিকের চেয়ে অর্ধেক গাড়ি চলবে। খুলবে দোকান-শপিংমল। সরকারি-বেসরকরি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।

এফএ/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা সিটি কলেজ বন্ধ নিয়ে নতুন নির্দেশনা
কয়েন নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা
জমজমের পানি পানে নতুন নির্দেশনা
রাসূল (সা.)-এর রওজা শরিফ জিয়ারতে নতুন নির্দেশনা