• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

দেশে সয়াবিন তেলের দাম কমলো 

আরটিভি নিউজ

  ১৭ জুলাই ২০২২, ২১:০১
দেশে সয়াবিন তেলের দাম কমলো 
ফাইল ছবি

অবশেষে দেশের বাজারে সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ববাজারে তেলের দাম কমার প্রেক্ষিতে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে আরও ১৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম হলো ১৮৫ টাকা। রোববার (১৭ জুলাই) ভোজ্যতেল বিপণনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১৮ জুলাই) থেকে এই মূল্য তালিকা কার্যকর হবে। এছাড়া সয়াবিন তেলের পাশাপাশি পামতেলের দামও ৬ টাকা কমানো হয়েছে। বর্তমানে পামতেলের নির্ধারিত দাম ১৫৪ টাকা। সেটির নতুন দাম ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

তপন কান্তি ঘোষ জানান, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৬৬ টাকা, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৫ টাকা এবং ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দরপতন অব্যাহত থাকলে আগামীতেও এর সুফল ভোক্তারা পাবেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিএনজি স্টেশন বন্ধ থাকার সময় কমলো
সয়াচাঙ্ক দিয়ে ব্রকলির রেসিপি
আরেক দফা কমলো স্বর্ণের দাম
সবজির স্বস্তি ম্লান চাল-মুরগিতে, ‘সংকট’ কাটেনি সয়াবিন তেলের