• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

সাম্প্রতিক ভাইরাল হওয়া আলোচিত কয়েকটি বিয়ে

  ১৪ আগস্ট ২০২২, ১১:২২
সাম্প্রতিক ভাইরাল হওয়া আলোচিত কয়েকটি বিয়ে
ছবি : সংগৃহীত

চলতি বছরে নানান আলোচিত-সমালোচিত ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমগুলো সরগরম। সাম্প্রতিক ভাইরাল হয়েছে বেশ কয়েকটি বিয়ের ঘটনা; যার মধ্যে বিভিন্ন দেশের নাগরিক বাংলাদেশে এসে বিয়ে করে ভাইরাল হয়েছেন। তবে বিয়ে করে ভাইরাল হওয়া অন্যতম আলোচিত ঘটনা হলো নাটোরে এক কলেজছাত্রের সঙ্গে শিক্ষিকার বিয়ে।

এসব ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচণ্ড মজা করেন নেটিজেনরা। আবার অনেক সময় নানান ঘটনা নিয়ে নেটিজেনরা শোকও প্রকাশ করেন।

ভাইরাল হওয়া এমন কয়েকটি বিয়ের ঘটনা

শিক্ষিকাকে বিয়ে করলেন কলেজছাত্র
নাটোরে কলেজছাত্রের সঙ্গে এক শিক্ষিকার গেল বছরের ১২ ডিসেম্বর বিয়ে হয়। পরে গত জুলাই মাসের শেষের দিকে তাদের বিয়ের খবর ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমেও। ভাইরাল হওয়ার পর তারা সুখে আছেন বলেও গণমাধ্যমকে জানিয়ে ছিলেন। কিন্তু বিয়ের ৮ মাস ২ দিন যেতে না যেতে রোববার (১৪ আগস্ট) আত্মহত্যা করেন আলোচিত সেই শিক্ষিকা। পরে পুলিশ তার লাশ উদ্ধার করেন।

উল্লেখ্য, ওই শিক্ষিকা খাইরুন নাহার নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় পৌর এলাকার মো. খয়ের উদ্দিনের মেয়ে। তিনি উপজেলার খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। আর কলেজছাত্র একই উপজেলার বাসিন্দা মামুন হোসেন (২২)। মামুন হোসেন নাটোর এন এস সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।

প্রেমের টানে আমেরিকার যুবক গাজীপুরে
প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে এক তরুণ গাজীপুরে এসে গত ১ জুন বাংলাদেশি তরুণীকে বিয়ে করেন। বর যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ক্যানসাস সিটির নাগরিক রাইয়ান কফম্যান (২৭)। আর কনে গাজীপুর নগরীর বাসন থানার ভোগড়া মধ্যপাড়া এলাকার মোশারফ হোসেন মাস্টারের নাতনি সাইদা ইসলাম (২৬)। তাদের বিয়ে ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। আমেরিকা থেকে আসা ‘সুদর্শন’ ওই যুবককে একনজর দেখতে বিয়ে বাড়িতে অনেকেরই ভিড় জমে।

প্রেমের টানে ইতালি থেকে ঠাকুরগাঁওয়ে
প্রেমের টানে ঠাকুরগাঁওয়ে এসে গত ২৫ জুলাই বিয়ে করেন ইতালিয়ান যুবক আলিসেন্ড্রা ছাছিয়া ছিয়ারোমোন্ডা। সনাতন ধর্মের রীতি অনুসারে তিনি বিয়ে করেন। কনে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর দিনমজুর মারকুস দাসের মেয়ে রত্না রানী দাস।

ভালোবেসে বিয়ে, মরিশাসের তরুণী ফরিদপুরে
মরিশাস থেকে বিবি সোহেলা নামে এক তরুণী বাংলাদেশে স্বামীর বাড়ি ফরিদপুরে ছুটে এসেছেন। গত তিন বছর আগে সুদূর প্রবাস মরিশাসে কাজের সুবাদে পরিচয় হয় বাংলাদেশি ছেলে মুস্তাকিন ফকিরের সঙ্গে। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের দুই বছরের মাথায় তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়। বিয়ের দেড় বছর পর গত ৪ জুন স্বামীর বাড়ি ফরিদপুরে বেড়াতে আসেন সোহেলা। সমাজে ভালোবাসার টানে ঘর ছাড়ার ঘটনা অহরহ ঘটলেও প্রেমের সম্পর্কে ভিনদেশি ছেলেকে বিয়ে করে দেশ ছাড়ার ঘটনা খুব কমই আছে।

জার্মান বউ বরিশালে এলেন হেলিকপ্টারে
জার্মানির একটি কোম্পানিতে চাকরি করেন বরিশালের রাকিব হাসান। সেখানে ৪ থেকে ৫ বছর আগে আলিশার সঙ্গে পরিচয় হয় তার। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। ২০২০ সালের ১৫ মার্চ তারা বিয়ে করেন। কিন্ত করোনাভাইরাসের কারণে নববধূকে সঙ্গে নিয়ে দেশে আসতে পারেননি। করোনার প্রকোপ কিছুটা কমলে দেশে আসার সিদ্ধান্ত নেন। ইতোমধ্যে তাদের সংসারে ছেলে সন্তানের জন্ম হয়।

চলতি বছরের গত ৫ মার্চ সকালে জার্মান বধূসহ ৬ মাসের শিশুসন্তানকে নিয়ে দেশে আসেন রাকিব হাসান। এরপর ঢাকা থেকে হেলিকপ্টারে করে পৌঁছান চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা বাজার সংলগ্ন মাঠে। জার্মান পুত্রবধূ ও ছয়মাসের নাতিকে বরণ করে নিতে সেখানে হাজির ছিলেন রাকিব হাসানের বাবা-মা ও স্বজনরা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতকে হতাশায় ডুবিয়ে প্রথম দিন রাঙালো অস্ট্রেলিয়া
বিয়ের পরেও আমার স্বামী অনেক প্রেম করেছে: মৌসুমী
বিয়ের এক মাস পরেই তালাবদ্ধ ঘরে মিলল গৃহবধূর মৃতদেহ, স্বামী পলাতক
বছর শেষে অ্যামাজন প্রতিষ্ঠাতার ব্যয়বহুল বিয়ে