• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

যেদিন থেকে শীতের তীব্রতা আরও বাড়বে

আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২৪, ১০:৫২

পৌষের শীতে কাঁপছে দেশ। জবুথবু অবস্থা বিভিন্ন জেলার নিম্ন আয়ের মানুষের। ঘন কুয়াশা, শিশির আর কনকনে ঠাণ্ডার সঙ্গে বইছে হিমেল হাওয়া। শীতের তীব্রতা বেশি হওয়া সূর্যের দেখা মেলেনি ঢাকাসহ অনেক জেলায়। অসুস্থ হয়ে হাসপাতালগুলোতে ভিড় করছেন শিশু ও বৃদ্ধরা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, কয়েক দিনের মধ্যে বৃষ্টিপাত শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে দেবে। বইবে মৃদু শৈতপ্রবাহ।

আবহাওয়াবিদ ওমর ফারুক আরটিভিকে বলেন, ১৭ জানুয়ারি থেকে মেঘলা আবহাওয়া শুরু হতে পারে। তখন ১৮ ও ১৯ তারিখে দেশের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পর তাপমাত্রা কমে মৃদৃ শৈতপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এমন অবস্থায় শীতজনিত রোগ থেকে রক্ষায় শীতবস্ত্র ব্যবহারের পাশাপাশি চলাফেরায় সকর্ত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞদের।

নিয়ম অনুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামলে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়।

এ ছাড়া তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে অতি তীব্র শৈত্যপ্রবাহ হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাপমাত্রা ও কুয়াশা নিয়ে আবহাওয়ার নতুন বার্তা
সৌদিতে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস, সতর্কবার্তা
তাপমাত্রা ও কুয়াশা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
কুয়াশায় ঢাকা কুড়িগ্রাম